মধ্যপ্রাচ্য , undefined
বিদেশে এখন

কাতারে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে বাংলাদেশি রেস্তোরাঁ

কাতারের রাজধানী দোহায় থাকা রেমিট্যান্স যোদ্ধাদের কাছে প্রায় অর্ধেক দামে খাবার বিক্রি করছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো। এমন সম্মানে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

কাতারের রাজধানী দোহার নাজমায় বসবাস করা প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ১৫ হাজার। এদেরমধ্যে বেশিরভাগ নির্মাণ শ্রমিক। বর্তমানে কাজের অভাবে খারাপ সময় পার করছেন রেমিট্যান্স যোদ্ধারা।

এ অবস্থায় তাদের জন্য খাবারের দাম প্রায় অর্ধেক করে দিয়েছে বেশ কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্ট। ১০ রিয়ালের খাবার বিক্রি করা হচ্ছে ৬ রিয়ালে। সংকটের সময় কমমূল্যে রেস্টুরেন্টে সুস্বাদু খাবার পেয়ে খুশি শ্রমজীবী প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসীরা বলেন, 'এখানের খাবার খেয়ে আমরা তৃপ্তি পেয়ে থাকি। ৬ রিয়ালে খাবার পাওয়া যায়, যা আমাদের জন্য খুব উপকার হয়।'

ব্যবসায়ীরা বলছেন দাম কমানোর জন্য লাভ সীমিত করেছেন তারা।

তারা আরও বলেন , 'যাদের সমস্যা তারা চাইলে প্রতিদিন এখানে এসে ৬ রিয়ালের খাবার খেতে পারবে।'

সাধারণ প্রবাসীদের খারাপ সময়ের কথা মাথায় রেখে কাতারের অন্যান্য শহরে থাকা বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসায়ীদের খাবারের দাম কমানোর আহ্বান প্রবাসীদের।

এমএসআরএস
আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর