কাতার থেকে আসছে না আগের ‘এয়ারবাস ৩১৯’, বিকল্প ব্যবস্থা রেখেছে দেশটি

কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ছবি
কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ছবি | ছবি: সংগৃহীত
1

কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স (A-319) আসছে না। তবে কাতার অন্য দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেবে বলে এখন টেলিভিশনকে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এটাও জানানো হয়েছে, শেষ মুহূর্তে যদি ম্যানেজ করা সম্ভব হয়, তখন পরিবর্তন করে কাতার থেকে পাঠাবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ‘টপ প্রায়োরিটিতে’ রয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। আগামীকাল (শনিবার, ৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে। রোববার (৭ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে।

এরপরই দুপুরে জানা গেলো, কাতার অন্য দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছেন। এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, এখন পর্যন্ত কাতার থেকে কোনো এয়ারলাইন্স বিমান নামার জন্য সিভিল অ্যাভিয়েশনের কাছে আবেদন করেনি।

এদিকে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।

এনএইচ