সচিবালয়ে স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং আর্জেন্টিনার পক্ষে দেশটির অর্থমন্ত্রী সার্জিও টমাস মাসা স্বাক্ষর করেন।
আর্জেন্টিনার অর্থমন্ত্রী বলেন, '৪ বছর আগে শুরু হওয়া কৃষিখাতে সহযোগিতামূলক আলোচনা আজ বাস্তবায়নের পথে। এটা অত্যন্ত আনন্দের এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।'
ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে গম ও ভুট্টাসহ বেশকিছু খাদ্যশস্য কম উৎপন্ন হয় বলে আমদানি করতে বাধ্য হয় উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, 'আর্জেন্টিনার সহযোগিতায় কৃষি বিষয়ক প্রযুক্তি ও জ্ঞান এবং খাদ্যশস্য বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে।'





