পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যত্র দুই-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে বিজ্ঞপ্তিতে কৃষকদের সেচ প্রয়োগ থেকে বিরত থাকার পাশাপাশি জমিতে পানির স্তর ৫ থেকে ৭ সেন্টিমিটার বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
একইসঙ্গে আগাম শীতকালীন শাকসবজি মূল জমিতে রোপণের আগে জমির মাটি ডাইথেন এম-৪৫ দিয়ে জীবাণুমুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে যেন চারা পঁচে না যায় সে দিকে লক্ষ্য রাখার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের।
এতে আরও বলা হয়, দ্বিতীয়ার্ধে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশেই কমবে। বাষ্পীভবনের দৈনিক গড় ৩.০ মিলিমিটার থেকে ৫.০ মিলিমিটার থাকতে পারে বলে জানানো হয়েছে।
এছাড়াও আগামীকাল (শনিবার, ৬ সেপ্টেম্বর) দৈনিক উজ্জ্বল সূর্যকিরণ পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।





