এখন ভোট
রাজনীতি
0

শেষ হলো তৃতীয় দিনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম

রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয় তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

বেলা সাড়ে ১১টার দিকে পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।

এদিকে বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরী'র (মাহি বি চৌধুরী) মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছিলেন। তার বিরুদ্ধেও খেলাপি ঋণের অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি'র মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। সকালে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রাজশাহী জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এ কথা জানান। বলেন, নির্বাচন কমিশনে জমা দেওয়া ভোটারের নাম ও স্বাক্ষরে সঠিক তথ্য পাওয়া যায়নি। নির্বাচন কমিশন যে ১০ জন ভোটার যাচাই করে তারমধ্যে ৩ জনের তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঝালকাঠি-১ আসনের বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনসহ ছয়জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ আসনে তার পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বেলা ১১টায় যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ছয়জনের মনোনয়ন বাতিল করেন।

মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন- স্বতন্ত্রপ্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যারিস্টার ফখরুল ইসলাম, নুরে আলম, মজিবুর রহমান মৃধা ও জাতীয় পার্টির এজাজুল হক।

দ্বাদশ জাতীয় সংসদের ৩শ' নম্বরে পার্বত্য জেলা বান্দরবান আসনে দাখিল করা তিনটি মনোনয়নপত্রের সব কটিই বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে সিলেট-২ আসনে বর্তমান সংসদ সদস্য গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানসহ ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

আজ যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। আসনটি থেকে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৮ জনের বাতিল, ২ জনের স্থগিত ও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সিলেটের ৬ টি আসনে ৩১ টি মনোনয়নপত্র বৈধ, ১৪ টি বাতিল ও ২টি স্থগিত করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট মনোনয়নপত্র জমা পড়ে ২ হাজার ৭১৩টি। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৯৯৬ জন এবং বাকি ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে আগামীকাল সোমবার (৪ ডিসেম্বর)।