রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কেবল রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের দখল নেয় ইউক্রেন। চাপে ফেলতে সক্ষম হয় রুশ সেনাদের।
এই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের মোকাবেলায় তাই বিপুল সংখ্যক উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কিয়েভের দাবি, পুতিনের কথায় পিয়ংইয়ং প্রায় ১১ হাজার সেনা পাঠালেও তাদের প্রায় অর্ধেকই শেষ হয়েছে ইউক্রেনীয় সেনাদের হাতে।
এদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস জানায়, পুতিন ইউক্রেনের সঙ্গে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে এ ধরনের কঠোর পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন।