নবম পে-স্কেলের দাবিতে পাবনায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ-মানববন্ধন
সব সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে আগামী ১ জানুয়ারি থেকেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে পাবনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।আজ (রোববার, ৩০ নভেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।