‘নতুন পে-স্কেল ২০২৬ বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার’

পে-স্কেল বাস্তবায়ন
পে-স্কেল বাস্তবায়ন | ছবি: এখন টিভি
2

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল (New Pay Scale) বাস্তবায়ন নিয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (Advisory Council Committee on Government Purchase) বৈঠক শেষে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার (Interim Government) পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি।

নতুন পে-স্কেল ও সরকারের অবস্থান: একনজরে গুরুত্বপূর্ণ তথ্য

বিষয় (Topic) সরকারের সিদ্ধান্ত ও তথ্য (Government's Decision)
বাস্তবায়ন পরিস্থিতি বর্তমান অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেল বাস্তবায়ন করবে না।
সম্ভাব্য মোট ব্যয় হুবহু বাস্তবায়ন করলে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা।
চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
রিভিউ কমিটি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠিত হয়েছে।
বাস্তবায়ন পদ্ধতি একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
মূল্যস্ফীতির প্রভাব বাস্তবায়নের সিদ্ধান্ত না হওয়ায় বাজারে কোনো প্রভাব পড়ার সুযোগ নেই।

* তথ্যের উৎস: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (২৭ জানুয়ারি ২০২৬)

আরও পড়ুন:

অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা ও মেয়াদ (Limited Tenure of Interim Government)

উপদেষ্টা জানান, বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিনের মতো আছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত বড় কোনো আর্থিক সিদ্ধান্ত (Financial Decision) নেওয়া সম্ভব নয়। অর্থ উপদেষ্টা অসুস্থ থাকায় আজকের বৈঠকে বিদ্যুৎ উপদেষ্টা সরকারের এই অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, দীর্ঘ ১০-১৫ বছর ধরে সরকারি কর্মচারীদের যে দাবি ছিল, তা পূরণের লক্ষ্যে কেবল পে-কমিশন (Pay Commission) গঠন করা হয়েছিল এবং তারা প্রতিবেদন জমা দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে রিভিউ কমিটি (Review Committee Led by Cabinet Secretary)

পে-কমিশনের সুপারিশগুলো সরাসরি কার্যকর করা হচ্ছে না। উপদেষ্টা জানান:

পর্যালোচনা কমিটি: সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবের (Cabinet Secretary) নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

আর্থিক সক্ষমতা: এই কমিটি আর্থিক সংস্থান (Financial Resources) এবং রাষ্ট্রের সক্ষমতা বিবেচনা করে সুপারিশ করবে।

পরবর্তী সরকার: চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার (Elected Government)। তারা চাইলে এটি পরিবর্তন বা সংশোধন করতে পারবে।

আরও পড়ুন:

ব্যয়ের সম্ভাব্য হিসাব ও ধাপে ধাপে বাস্তবায়ন (Estimated Cost and Phase-wise Implementation)

উপদেষ্টা জানান, পে-কমিশনের প্রতিবেদন হুবহু বাস্তবায়ন করা হলে সরকারের সম্ভাব্য ব্যয় (Estimated Expenditure) হতে পারে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা। তবে তিনি স্পষ্ট করেন যে, সাধারণত এ ধরনের বড় পে-স্কেল একবারে বাস্তবায়ন হয় না, বরং তা ধাপে ধাপে (Step-by-step Implementation) করা হয় যাতে রাষ্ট্রীয় বাজেটের (National Budget) ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

মূল্যস্ফীতি ও গুজব রোধ (Inflation and Preventing Rumors)

বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতির (Inflation) সঙ্গে পে-স্কেলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন উপদেষ্টা। তিনি বলেন, যেহেতু সরকার এখনো এটি বাস্তবায়নের কোনো সিদ্ধান্তই নেয়নি, তাই এর প্রভাবে বাজারে অস্থিরতা তৈরি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।

ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তুতি (Preparation for Future Government)

অন্তর্বর্তী সরকার মূলত পরবর্তী সরকারের জন্য প্রস্তুতিমূলক কাজ (Preparatory Work) করে দিচ্ছে। যেমন—জ্বালানি খাতের মাস্টারপ্ল্যান (Energy Sector Masterplan) এবং পে-কমিশনের এই রিপোর্ট। যাতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় কোনো প্রশাসনিক অচলাবস্থা (Administrative Stagnation) তৈরি না হয়।

আরও পড়ুন:

রমজানের প্রস্তুতি ও সরকারি ক্রয় (Ramadan Preparation and Government Purchase)

আসন্ন রমজান উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তির জন্য সভায় কিছু গুরুত্বপূর্ণ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে:

ভোজ্য তেল ও ডাল: ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল (Soybean Oil) এবং ১০ হাজার টন মসুর ডাল (Lentils) কেনার অনুমোদন।

কৃষি খাত: ৪০ হাজার টন ইউরিয়া সার (Urea Fertilizer) কেনার অনুমতি।

আইনশৃঙ্খলা বাহিনী: র‍্যাবের (RAB) কার্যক্ষমতা বাড়াতে ১০০টি নতুন জিপ গাড়ি (Jeep) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

পে-কমিশন ২০২৬: বিশেষ ভাতার সুপারিশ


ভাতার ধরন (Allowance Type) সুপারিশকৃত পরিমাণ (Recommended Amount)
সন্তানের শিক্ষা ভাতা ১৫০০ টাকা (বৃদ্ধি)
টিফিন ভাতা ৮০০ টাকা


* পে-কমিশনের এই সুপারিশগুলো পরবর্তী সরকারের পর্যালোচনার পর কার্যকর হতে পারে।


সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল ২০২৬

বর্তমান বনাম সুপারিশকৃত বেতন কাঠামো (গ্রেড ১ - ৮)


গ্রেড (Grade) বর্তমান স্কেল (টাকা) সুপারিশকৃত স্কেল (টাকা)
গ্রেড-১ ৭৮,০০০ ১,৬০,০০০
গ্রেড-২ ৬৬,০০০ ১,৩২,০০০
গ্রেড-৩ ৫৬,৫০০ ১,১৩,০০০
গ্রেড-৪ ৫০,০০০ ১,০০,০০০
গ্রেড-৫ ৪৩,০০০ ৮৬,০০০
গ্রেড-৬ ৩৫,৫০০ ৭১,০০০
গ্রেড-৭ ২৯,০০০ ৫৮,০০০
গ্রেড-৮ ২৩,০০০ ৪৬,২০০


* তথ্য অনুযায়ী সুপারিশকৃত স্কেলটি প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।


এসআর