অন্য সব খেলা
এখন মাঠে
0

সিনারকে উষ্ণ অভ্যর্থনা ইতালির প্রধানমন্ত্রীর

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমেই শিরোপা উল্লাসে মাতেন ইয়ানিক সিনারের। ইতিহাস গড়া খেলোয়াড়কে নিয়ে মাতামাতির শেষ নেই ইতালিয়ানদের। এমনকি দেশটির প্রধানমন্ত্রীর ভালোবাসায়ও সিক্ত হয়েছেন সিনার।

ইতালিকে বলা হয় ফুটবলের রাজ্য। যুগের পর যুগ দেশটিতে ফুটবল কেন্দ্রিক চিন্তা ভাবনাই ছিল সব। চারবার ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী দেশটি এখন ভাসছে টেনিস জোয়ারে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছে দেশটির একজন টেনিসার।

টেনিসে গ্রান্ড স্লামের চারটি টুর্নামেন্টের মধ্যে বছরের প্রথমটি হলো অস্ট্রেলিয়ান ওপেন। তবে সেই শিরোপা জয়ের আক্ষেপ এতদিন পুড়িয়েছে ইতালিয়ানদের। দীর্ঘ ৪৮ বছর পর শিরোপা জয়ের খরা কেটেছে ইতালির।

এরআগে প্রতিবারই আসরে অংশগ্রহণ করে ব্যর্থতার গল্প লিখেছেন ইতালির টেনিস খেলোয়াড়রা। শিরোপা উল্লাসে মাততে পারেননি ফ্যাবিও ফোগনিনি, মাত্তেও বারেত্তিনিরা। তবে এবার প্রথমবারই বাজিমাত করেছেন ইয়ানিক সিনার।

কঠিন কাজটিই সহজ করে শিরোপা জিতে ঘরে ফিরেছেন ২২ বছর বয়সী এই তরুণ। তার এমন অসাধারণ জয়ে সাধারণ দর্শকের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। এতবড় অর্জনে সিনারকে ডেকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বহুল প্রতীক্ষিত ওপেনের ট্রফি নিয়ে করেন ফটোসেশন।

অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস রচনা করা সিনার এর আগে ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে ফেরেন খালি হাতে, আর উইম্বলডনে এর থেকে আরও একধাপ এগিয়ে সেমিফাইনালিস্ট হয়েছিলেন একবার।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর