পেগুলাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা | ছবি: সংগৃহীত
1

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা সেমি-ফাইনালেও ধরে রাখলেন এলেনা রিবাকিনা। মেলবোর্ন পার্কে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন এ রুশ তারকা।

রড লেভার অ্যারেনায় এক ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৬ গেমে জয় পান রিবাকিনা। দ্বিতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও টাইব্রেকে পেগুলাকে আটকে দেন তিনি। এই আসরে এখন পর্যন্ত একটি সেটও হারাননি ২৬ বছর বয়সী রিবাকিনা।

আরও পড়ুন:

ফাইনালে তার প্রতিপক্ষ নারী এককের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। ২০২৩ সালে এ সাবালেঙ্কার বিপক্ষেই ফাইনালে হেরেছিলেন রিবাকিনা। অন্যদিকে, টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন সাবালেঙ্কা। এখন পর্যন্ত জিতেছেন চারটি গ্র্যান্ড স্ল্যাম।

জেআর