অন্য সব খেলা
এখন মাঠে
0

টানা দ্বিতীয়বার গ্র্যান্ড স্লাম জয় সাবালেঙ্কার

মেলবোর্নের রড লেভার টেনিস গ্রাউন্ডে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। চীনের কিনওয়েন ঝেংকের সঙ্গে বেলারুশের আরিয়া সাবালেঙ্কার শিরোপা লড়াইয়ের ম্যাচ যেন একপেশেই হয়ে গেল।

টেনিস বিশ্লেষকদের ভাবনায় ছিল, ফাইনাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ দুজনই সার্ভ ও ফোরহ্যান্ডে দারুণ শক্তিশালী। তবে সে জায়গাতেই মাইন্ড গেমে এগিয়ে গিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুললেন দ্বিতীয় বাছাই আরিয়া সাবালেঙ্কা।

শুধু শিরোপাই নয় একইসাথে খুললেন রেকর্ডের খাতা। আরেক টেনিস কন্যা সেরানা উইলিয়ামসের পর টানা দ্বিতীয়বার মর্যাদাপূর্ণ এই শিরোপা জিতে নিলেন বেলারুশের এই তারকা।

ম্যাচ শেষে শিরোপা উঁচিয়ে ধরার পর কিছুটা হলেও আফসোস থাকার কথা সাবালেঙ্কার। কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তার দেশ রুশদের সমর্থন দেয়ায় গ্যালারিতে ছিল না কোন বেলারুশের পতাকা।

ম্যাচে সবগুলো সার্ভেই পয়েন্ট নিয়ে কিনওয়েনকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে পুরস্কার হিসেবে ২৩ কোটি টাকাও জিতেছেন ২৫ বছর বয়সী এই টেনিস সেনসেশন।