এ নিয়ে চলতি বছর টেনিসের এই দুই শীর্ষ তারকা মিলে জিতেছেন ১৩ শিরোপা। চার গ্র্যান্ডস্ল্যামও দু’জন ভাগ করে নিয়েছেন নিজেদের মাঝে। আগের পাঁচ দেখায় চারবারই জয় পেয়েছিলেন আলকারাজ। যদিও সিনারের ঘরের মাঠে আর পেরে উঠেননি তিনি। টাইব্রেকে ৭-৪ গেমে জিতে ৭-৬ ব্যবধানে প্রথম সেট জিতে নেন সিনার।
আরও পড়ুন:
পরের সেট জেতেন ৭-৫ ব্যবধানে। তাতেই টানা দ্বিতীয় বছর আলকারাজের বিপক্ষে সিনার নিশ্চিত করেছেন এটিপি ফাইনাল শিরোপা। আলকারাজ দারুণ খেললেও এদিন সিনারই ছিলেন ধারাবাহিক। সোয়া দুই ঘণ্টার লড়াইয়ের পর তিনিই হেসেছেন শেষ হাসি।





