রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই চলে। ম্যাচের প্রথম সেট থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। টানটান উত্তেজনাপূর্ণ প্রথম সেটে জারিফকে ৭-৫ গেমে হারিয়ে এগিয়ে যান শৌনক চ্যাটার্জি।
আরও পড়ুন:
তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফেরেন জারিফ। ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা আনেন। শেষ সেটে শুরুতে ৩-০ তে এগিয়ে ম্যাচ জয়ের আভাস দেন জারিফ। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গেমে লিড নেন শৌনক। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করেন জারিফ। ৫-৫ এ সমতা আনেন।
এরপর টানা দুই গেম জিতে ৭-৫ ব্যবধানে শৌনককে হারিয়ে সেমিফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন জারিফ আবরার।





