ইউসিএল লিগ: রাতে একই সময়ে খেলবে ৩৬ দল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ছবি: সংগৃহীত
0

ইউসিএলের লিগ পর্বের শেষ ম্যাচ ডে-তে আজ রাতে একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল। একদিকে সেরা আটে জায়গা করে নিতে লড়াই করবে জায়ান্টরা, অন্যদিকে প্লে অফ নিশ্চিত করে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নামবে টেবিলের ৩২তম স্থান পর্যন্ত থাকা দলগুলো। সবমিলিয়ে জমজমাট রাতের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মহারণে আজ একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল। একসঙ্গে শুরু হওয়া ১৮টি ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে কারা থাকবে শীর্ষ আটে, কোন ১৬ দল টিকে থাকবে কোয়ার্টার ফাইনালের দৌড়ে। বাংলাদেশ সময় আজ (বুধবার, ২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় শুরু হবে পয়েন্ট টেবিলের ইঁদুর দৌড় খেলা।

৩৬ দলের মাঝে সবচেয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের। তবে গানাররা হারলে আর বাভারিয়ানরা জিতলে বদলে যেতে পারে টেবিলের এক নাম্বার জায়গা। রিয়াল মাদ্রিদ ও লিভারপুল সুবিধাজনক অবস্থায় থাকলেও শীর্ষ আটে থাকা এখনও নিশ্চিত নয়। এক রাউন্ড না খেলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে চাইলে সেরা আটে থাকতে হবে দলগুলোকে।

আরও পড়ুন:

টেবিলের ছয় থেকে ১৩ নম্বরে থাকা প্রতিটি দলের পয়েন্ট সমান ১৩। সেরা আটে থাকার সুযোগে বর্তমান অবস্থান অনুসারে পিএসজি, নিউক্যাসল, চেলসি এগিয়ে থাকলেও বার্সেলোনা, স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার সিটি, অ্যাটলেতিকো মাদ্রিদ বা আতালান্তা, কেউই কাউকে ছেড়ে কথা বলবে না।

টেবিলে মাঝের দলগুলোও চাইবে যতটা সম্ভব ওপরে থাকতে। কারণ টেবিলের ৯ থেকে ১৬ নম্বরের মাঝে যত ওপরে থাকা যাবে, প্লে অফে পাওয়া যাবে তত সহজ প্রতিপক্ষ। এক্ষেত্রে এগিয়ে থাকবে ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড ও য়্যুভেন্তাসের মতো দলগুলো।

টুর্নামেন্টে টিকে থাকতে সেরা ২৪ দলের একটি হওয়ার দৌড়ে আছে আরও ৮ দল। একই সময়ে সব ম্যাচ চলমান থাকায় প্রতি মিনিটে বদলে যেতে পারে সমীকরণ। আর তাই বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এক রাতের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

এফএস