ইউসিএল লিগ: রাতে একই সময়ে খেলবে ৩৬ দল
ইউসিএলের লিগ পর্বের শেষ ম্যাচ ডে-তে আজ রাতে একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল। একদিকে সেরা আটে জায়গা করে নিতে লড়াই করবে জায়ান্টরা, অন্যদিকে প্লে অফ নিশ্চিত করে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নামবে টেবিলের ৩২তম স্থান পর্যন্ত থাকা দলগুলো। সবমিলিয়ে জমজমাট রাতের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।