চেলসির দায়িত্ব নিতে সম্মত লিয়াম রোজেনিয়র

লিয়াম রোজেনিয়র
লিয়াম রোজেনিয়র | ছবি: সংগৃহীত
0

চেলসির দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন স্ট্রাসবুর্গের ম্যানেজার লিয়াম রোজেনিয়র। মারেস্কার জায়গায় চেলসি ম্যানেজমেন্ট চাইছে ৪১ বছর বয়সী এই ইংলিশ কোচ দায়িত্ব নিক। ৪১ বছর বয়সী এই ইংলিশ কোচ চেলসিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হবেন।

নববর্ষের দিন এনজো মারেস্কাকে দল থেকে অপসারণ করা হয়। এরইমাঝে রোজেনিয়র জানিয়েছেন, এমন প্রস্তাব ফিরিয়ে দেয়ার মতো নয়। চেলসি অসাধারণ ক্লাব, স্কোয়াড দুর্দান্ত ও তারা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এমন দলের দায়িত্ব সামলানো গর্বের বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গে যোগ দেন রোজেনিয়র এবং লিগ ওয়ানে ক্লাবটিকে সপ্তম স্থানে নিয়ে যান। যার মাধ্যমে ৮ বছর পর প্রথমবারের মতো স্ট্রাসবুর্গ ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়।

ইএ