মিশরের চেয়ে শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকলেও ম্যাচজুড়ে লড়াই করেছে বেনিন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত গোল হজম করেনি তারা। ৬৯ মিনিটে মারওয়ান আত্তিয়ার গোলে এগিয়ে যায় মিশর।
আরও পড়ুন:
হাল না ছাড়া বেনিন ৮৩ মিনিটে জোদেল দোসুর লক্ষ্যভেদে সমতায় ফেরে। তবে অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি মিশরের চেয়ে র্যাংকিংয়ে ৫৭ ধাপ পিছিয়ে থাকা বেনিন। ইয়াসির ইব্রাহিমের হেডের পর ১২৪ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে জেতান সালাহ।
অন্য ম্যাচে আলো ছড়িয়েছেন লুকমান ও ওশিমেন। ২০ মিনিটে লুকমান গোল করার পর তার পাস থেকেই মিনিট পাঁচেক পর দলের লিড দ্বিগুণ করেন ওশিমেন। দলের তৃতীয় গোলেও অবদান এ দুজনের। লুকমানের অ্যাসিস্টে নাইজেরিয়ার বড় জয় নিশ্চিত করেন আকোর অ্যাডামস।





