জয়ে ফিরলো রিয়াল; আর্সেনালের জয়ের দিনে লিভারপুলের ড্র

ইউরোপিয়ান ভিন্ন লিগ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল
ইউরোপিয়ান ভিন্ন লিগ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল | ছবি: সংগৃহীত
0

লা লিগায় টানা তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলে জিতে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো কিলিয়ান এমবাপ্পেরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দারুণ জয়ে আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান মজবুত করলেও কোনোমতে হার এড়িয়েছে লিভারপুল।

লা লিগায় টানা তিন ম্যাচে হোঁচট রিয়াল মাদ্রিদের। শুধু তাই নয় দলটির চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনোর কাছে শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ে হার মানতে হয়েছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ুরদের। এটা অনেকটা আকাশ ভেঙ্গে পড়ার মতোই অবস্থা লস ব্লাঙ্কোসদের।

গেলো মৌসুমে লা লিগায় হার এবং ড্র নিয়ে মাঠ ছাড়লেও পরপর তিন ম্যাচে পয়েন্ট হারানোর এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি মাদ্রিদের দলটিকে। ভীষণ বাজে সময়ের বলয়ে ঢুকে পড়া রিয়াল কক্ষপথে ফেরার মিশনে সান মামেসে দারুণ শুরু করে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে।

প্রথম পাঁচ মিনিটে এমবাপ্পে ও ভিনিসিয়াসের শট বিলবাওয়ের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও, সপ্তম মিনিটে আর পারেননি তিনি। কয়েকজনকে কাটিয়ে ডি-বক্সের ভেতরে দারুণ শটে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।

৩৫ মিনিটের ব্যবধানে আক্রমণ প্রতি-আক্রমণে ব্যবধান বাড়ায় লস ব্লাঙ্কোসরা। এবার গোলদাতা এমবাপ্পে না হলেও এদুয়ার্দো কামাভিঙ্গাকে জালে বল জড়াতে এগিয়ে দেন এই নাম্বার টেনই। এমবাপ্পে জাদু যে এখানেই বাকি, তা হয়তো অনেকেই প্রত্যাশা করেননি।

আরও পড়ুন:

ডি-বক্সের বেশ কয়েক হাত দূর থেকে নেয়া শট জালে প্রবেশ করে গোলরক্ষকের অনেকটা নাগালের বাইরে দিয়ে। আর তাতে চলতি লিগে ১৬তম গোলের আনন্দে মাতেন এই ফুটবলার। লা লিগায় তো বটেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যেই যা সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ ১৫ গোল করেছেন আরলিং হল্যান্ড। শুধু লিগ কেন, সবমিলিয়ে এমবাপ্পে এ মৌসুমে করেছেন ২৫ গোল। এটাও শীর্ষ পাঁচ লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ গোল করেছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন।

এদিকে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে রীতিমতো উড়ছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের পর প্রিমিয়ার লিগেও শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা। এবার ঘরের মাঠে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো এবং ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকার সৌজন্যে ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল।

অন্যদিকে, জয়ে ফেরার পরের ম্যাচেই আবারও পথভোলা লিভারপুল। সান্ডারল্যান্ডের বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলো আর্নে স্লটের দল।

এসএইচ