সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা যখন শেষের দিকে মরক্কোর কোচ তখন মাঠে নামান আব্দেলহাকিম এল মেসবাহিকে।
দলের তৃতীয় পছন্দের গোলকিপার হলেও টাইব্রেকারে শেষ শটটি ঠেকিয়ে মরক্কোকে স্বপ্নের ফাইনালে তুলেন মেসবাহি। টাইব্রেকারে মরক্কো জিতে যায় ৫-৪ গোলে।
আরও পড়ুন:
এদিকে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আগে থেকেই মরক্কোর অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় লিওনেল মেসির উত্তরসূরীরা। যুব বিশ্বকাপের রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।





