নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল

ব্রাজিল ফুটবল দলের একাংশ
ব্রাজিল ফুটবল দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে এ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

এশিয়ার পর এবার আফ্রিকার দুই দলের মুখোমুখি হবে ব্রাজিল। আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।

আরও পড়ুন: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনা ও মরক্কোর

এর তিন দিন পর ফ্রান্সের লিলে মুখোমুখি হবে তিউনিসিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শেষে চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলে ব্রাজিল। প্রথম ম‍্যাচে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা দক্ষিণ কোরিয়াকে হারায় ৫-০ গোলে। পরের ম‍্যাচে জাপানের বিপক্ষে হারে ৩-২ গোলে।

এফএস