ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ৩২ মিনিটে মেসির দেয়া পাস ধরে দলকে এগিয়ে নেন আলেন্দে। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি আসে মেসি-আলবা জুটি থেকে। ৫৯ মিনিটে মায়ামি এক গোল হজম করলেও পরের মিনিটেই মেসির কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান আলেন্দে।
আরও পড়ুন:
মিনিট তিনেক পর চতুর্থ গোলটি আসে আলবার পা থেকে। বড় জয়ে মাঠ ছাড়লেও আগের ম্যাচে শিকাগো ফায়ারের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়াটা প্রায় নিশ্চিত হয়ে যায় আগেই। সাপোর্টার্স শিল্ড জেতার জন্য নিজেদের শেষ দুই ম্যাচে একটিতে জিতলেই হতো ফিলাডেলফিয়ার। আজ সেই জয়ই নিশ্চিত করেছে তারা।





