ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউ-আর্সেনালের জয়

সান্ডারল্যান্ড-ম্যানচেস্টার ম্যাচ
সান্ডারল্যান্ড-ম্যানচেস্টার ম্যাচ | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয় পেয়েছে আর্সেনালও। তবে অ্যাওয়ে ম্যাচে চেলসির কাছে হেরেছে লিভারপুল।

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১৪ মিনিটেই কাইসেদোর গোলে এগিয়ে যায় চেলসি। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল। ম্যাচে লিভারপুল সমতায় ফেরে ৬৩ মিনিটে। আলেকসান্দার ইসাকের পাস থেকে গোল করেন কোডি গাকপো। তবে ৯৬ মিনিটে ব্রাজিলিয়ান বিস্ময়বালক এস্তেভাও গোল করলে ঘরের মাঠে জয় পেয়ে যায় চেলসি।

আরও পড়ুন:

রাতের অন্য ম্যাচে ডেক্লান রাইস এবং বুকায়ো সাকাকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। এছাড়া জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধেই ম্যাসন মাউন্ট এবং বেঞ্জামিন সেশকো গোল করে রেড ডেভিলদের পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেন।

এফএস