স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। সার্জিও বুসকেটস ২০২২ বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানিয়ে দেন। এবার ক্লাব ফুটবলকেও বিদায়ের ঘোষণা দিলেন এ স্প্যানিশ তারকা মিডফিল্ডার। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এ ফুটবলার।
আরও পড়ুন:
স্পেনের সোনালি যুগের অন্যতম সদস্য ছিলেন বুসকেটস। বয়সভিত্তিক দলের হয়ে ক্যারিয়ার শুরুর পর ২০০৯ সালে জাতীয় দলে ডাক পান তিনি। এরপর স্পেনের ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এ মিডফিল্ডার। স্পেনের হয়ে মোট ১৪৩টি ম্যাচ খেলে করেছেন দুই গোল। বিদায়ী বার্তায় জাতীয় দলের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বুসকেটস।





