বল দখল থেকে ম্যাচের নিয়ন্ত্রণ, শুরু থেকেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। মাত্র ১২ মিনিটেই তার সুফল পায় দল। লিওনেল মেসির ডিফেন্সচেরা পাস ধরে গোল করে দলকে লিড এনে দেন পুরনো বন্ধু জর্ডি আলবা। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করে মায়ামি। এবার গোলদাতা আর্জেন্টাইন জাদুকর আর অ্যাসিস্টদাতা আলবা।
আরও পড়ুন:
এ নিয়ে মৌসুমে ২১ ম্যাচে ২০ গোল করলেন লিও। মেজর লিগ সকার ইতিহাসের পঞ্চম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে বিশোর্ধ্ব গোলের কীর্তি গড়লেন ক্ষুদে জাদুকর। দ্বিতীয়ার্ধে শুরুতে ইয়ানফ্রের গোলে ৩-০ লিড নিয়ে জয় নিশ্চিত করে ফেলে মায়ামি।
৬৯ মিনিটে সিয়াটলের হয়ে ওবেদ ভারগাস একটি গোল শোধ করে কেবল ব্যবধান কমাতে সক্ষম হন। এ জয়ে ইস্টার্ন কনফারেন্সে টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো মেসির দল।





