এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের জয়

কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ফ্রান্সের ক্লাব মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করে দলকে এগিয়ে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের ২২ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে রিয়াল। তবে ২৯ মিনিটেই পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর ৮১ মিনিটে পেনাল্টি পেলে সেখান থেকেও গোল পান রিয়ালের এ ফরোয়ার্ড।

আরও পড়ুন:

অন্যদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ম্যাচের ৭২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন গ্যাব্রিয়েল মার্টিরনেল্লি। এরপর ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

দিনের আরেক হাইভোল্টেজ ম্যাচে ৪-৪ গোলে ড্র করেছে য়্যুভেন্তাস ও বুরুসিয়া ডর্টমুন্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধে দুই দল মিলে করে ৮ গোল। য়্যুভেন্তাসের হয়ে হ্যাট্রিক করেন সার্বিয়ান ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচ।

ইএ