ইপিএলে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ৫-২ গোলে। এ জয়ে টেবিলের চারে উঠে এল দলটি। তবে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টেবিলের দুইয়ে থাকা আর্সেনাল।
বুন্দেসলিগায় ২-২ গোলে ড্র হয়েছে হাইভোল্টেজ ডার ক্লাসিকার। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লিড নিয়েও জিততে পারেনি বায়ার্ন মিউনিখ। এদিকে সিরি আ'য় ক্যালিয়ারিকে ৩-১ গোলে হারিয়েছে টেবিল টপার ইন্টার মিলান।