গোল করতে না পারার আক্ষেপে পোড়াচ্ছে ডিফেন্ডার রহমতকে

ফুটবল
এখন মাঠে
0

ভারতের মাটিতে গোল করতে না পারার আক্ষেপ পোড়াচ্ছে জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়াকে। আজ (বুধবার, ২৬ মার্চ) বাংলাদেশের উদ্দেশে ভারত ছাড়ার আগে দলের আরেক সিনিয়র ফুটবলার সোহেল রানা জানান হামজার প্রতি তার মুগ্ধতার কথা।

সকাল সকাল বাংলাদেশ দলের হোটেল ছাড়ার তাড়া। কারণ ভারতে আসার সময় সরাসরি শিলংয়ের বিমান ধরলেও এবার ফিরতে হবে গোয়াহাটি হয়ে।

২০১৯ সালের পর আবারও ভারতের মাটিতে জয় বঞ্চিত বাংলাদেশ দল। সেবার কলকাতায় শেষ মুহূর্তের গোল আর এবার গোল করতে না পারার আক্ষেপে এশিয়ান কাপ বাছাইয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট তপু-হামজারা।

বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, 'গ্রুপে এখন সবাই এক পয়েন্ট করে। সবাই ড্র করেছে সেজন্য সবার জন্য ওপেন। আশা করি আমরা পরের ম্যাচগুলোতে ভালো করবো।'

শিলং ও কলকাতা দুই জায়গাতেই ম্যাচ খেলা দলের আরেক সিনিয়র ফুটবলার সোহেল রানা অবশ্য এবার মুগ্ধ হয়েছেন হামজার পারফরম্যান্সে।

সোহেল রানা বলেন, 'হামজা বলছে যে, না- আমরা ভালো খেলছি ফুটবল। আমরা আশা করি ওদের সাথে জিততে পারবো। ও আমাদের সবার সাথে খুব ক্লোজলি মিশতে পারছে। হামজা বলছে যে, ওদের মাঠে এসে সহজ ছিল না এটা। কঠিন ছিল।'

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন ঢাকায় প্রতিপক্ষ সিঙ্গাপুর। হামজা চৌধুরীর প্রথম হোম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের।

এসএস

BREAKING
NEWS
3