বাংলাদেশ ফুটবলের এক স্বর্ণালী দিন ১৭ মার্চ

ফুটবল
এখন মাঠে
0

১৭ মার্চ বাংলাদেশ ফুটবলের এক স্বর্ণালী দিন। ইংল্যান্ড থেকে বাংলাদেশে উড়ে এলেন ঝাঁকড়া চুলের এক তরুণ। শরীরে তার প্রবাহিত হচ্ছে বাংলাদেশি রক্ত। ১৮১ বছরের পুরোনো ক্লাব লেস্টার সিটির একাডেমি হয়ে ২০১৫-১৬ মৌসুমে শুরু করেন সিনিয়র ক্যারিয়ার।

দুই মৌসুম বসে থাকার পর ২০১৭-১৮ মৌসুমে লিগ ও লিগ কাপ মিলিয়ে খেলেছেন ৯ টি ম্যাচ। গ্যারি লিনেকারের সাবেক ক্লাবে খেলেই ইংলিশ ফুটবলে পরিচিতি পান হামজা।

খেলেছিলেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে চেয়েছিলেন ২/৩ বছর অপেক্ষা করতে। বিকল্প ছিল বাংলাদেশের হয়ে খেলা। শেষ পর্যন্ত মা রাফিয়া চৌধুরী ও সৎ বাবা দেওয়ান মোর্ষেদ চৌধুরীর বাংলাদেশকেই বেছে নেন হামজা।

র‌্যাংকিংয়ের ১৮৫ নম্বর দেশের হয়ে ফুটবল খেলতে এসে জানান দিলেন নিজের আগমনী বার্তার। হামজা হয়তো বাংলাদেশের ডুবন্ত ফুটবলের একলা কাণ্ডারি হতে পারবেন না তবে। ঝড় ঝাপটায় জর্জরিত ১৮ কোটি মানুষের দেশে ফুটবলকে আবার জাগিয়ে দিয়েছেন একথা।

এর আগে দেশের ফুটবলে এসেছেন জামাল- তারেক কাজীরা। তাদের পথ ধরে দেশের ফুটবলে জেগেছিল আশার আলো।

ইএ