১০ দলের বাছাইপর্বে শীর্ষে থেকেই প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে আলবিসেলেস্তারা।
১২ খেলায় ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা ব্রাজিলের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আকাশী-নীলরা।
এরপরেও উরুগুয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। একে তো উরুগুয়ের বিপক্ষে প্রথম দেখায় হারের মুখ দেখেছিলো মেসিরা। আর ফিরতি লেগে পূর্ণ শক্তির দলকেই পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ।
চোটের কারণে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে পাওলো দিবালাও ছিটকে গেছেন। খেলতে পারবেন না লাউতারো মার্টিনেজও।
এমনকি ডিফেন্ডার গনসালো মন্তিয়েল ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও লিসান্দ্রো মার্তিনেসও নেই।
খর্বশক্তির আর্জেন্টিনাকে হারাতে পারলেই ব্রাজিলকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে উরুগুয়ে।