বিপিএলের দ্বিতীয় পর্ব সামনে রেখে ক্লাবগুলোর দলবদল

ফুটবল
এখন মাঠে
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব সামনে রেখে দলবদল সেরে নিয়েছে ক্লাবগুলো। আক্রমণ ভাগের শক্তি বাড়াতে ভেনেজুয়েলার ফরোয়ার্ড এদুয়ার্দ মোরিওকে নিয়েছে এ মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে থাকা মোহামেডান।

২০২২-২৩ মৌসুমে পুলিশের জার্সিতে ১৮ ম্যাচে ৯ গোল করেছিলেন মোরিও, ২০২৩-২৪ মৌসুমে ১৫ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন ৫ বার।

উজবেকিস্তানের ডিফেন্ডার আসরোর গফুরভের সাথেও চুক্তি করেছে লিগ চ্যাম্পিয়নরা। তিন নতুন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী বসুন্ধরা কিংস।

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান এদুয়ার্দো লেসকানো, ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক দাসিয়েল এলিস দস সান্তোস ও ঘানার ফরোয়ার্ড ইভান্স এট্টিকে দলে ভিড়িয়েছে তারা।

ইএ