সাম্প্রতিক ফর্ম অনুযায়ী বলা যায়, সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিভারপুলের। জয়হীন থাকার পাশাপাশি ড্রেসিংরুমের পরিবেশেও চলছে অস্থিরতা।
কোচ এবং ক্লাব ম্যানেজমেন্টের বিপক্ষে কথা বলে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন মোহাম্মদ সালাহ। গুঞ্জন আছে, ক্লাব থেকেও বিদায় নিতে পারেন সালাহ। এমন অবস্থাতেই ইতালিয়ান জায়ান্ট ইন্টারের বিপক্ষে খেলতে নামবে দলটি।
আরও পড়ুন:
একই সময়ে আরেক ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে মাঠে নামবে ইংলিশ ক্লাব চেলসি। আর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। এ ম্যাচের মধ্য দিয়েই দীর্ঘদিন পর ন্যু ক্যাম্পে ফিরবে চ্যাম্পিয়ন্স লিগ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।





