বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলনের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ আলফাজ

মোহামেডামের কোচ আলফাজ আহমেদ
মোহামেডামের কোচ আলফাজ আহমেদ | ছবি: এখন টিভি
0

বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলনের অনুমতি না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি এগিয়ে নিতে দল যখন জরুরি অনুশীলন সেশন চাইছিল, ঠিক তখনই মাঠ ব্যবহারের অনুমতি না মেলায় তৈরি হয় এক অস্বস্তিকর পরিস্থিতির।

ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংসের মুখোমুখি হবার আগে অপেশাদার আচরণের শিকার টিম মোহামেডান। ম্যাচের আগের দিন মাঠ ব্যবহারের অনুমতি পায়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

মোহামেডান কর্মকর্তা ও কোচিং স্টাফদের অভিযোগ আগে থেকেই আবেদন করা হলেও হঠাৎ জানানো হয় মাঠ ব্যস্ত, অনুশীলনের সময় দেওয়া সম্ভব নয়। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আলফাজ।

মোহামেডামের কোচ আলফাজ আহমেদ বলেন, ‘আমরা অপেক্ষায় ছিলাম বসুন্ধরার মতো একটি ক্লাব যে আনপ্রফ্রেশনালিজম যে তারা দেখাইলো সেটি আসলে আমাদের চিন্তার বাহিরে। স্বনামধন্য ক্লাব যেটি প্রোফেশনালিজমের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের সবকিছুই প্রফেশনাল কিন্তু তারা কেন আমাদের একদিনের প্র্যাকটিস শিডিউল দিলো না এটি আসলে বুঝতে পারছি না। কারণ তাদের মানসিকতার অভাব আছে আমার মনে হয়নি।’

কিংস এরেনা এখন দেশের অন্যতম আধুনিক ফুটবল স্টেডিয়াম যেখানে অনুশীলন করতে পারা দলগুলোর জন্য বাড়তি সুবিধা। কিন্তু বড় ভেন্যুগুলোর প্রাপ্যতায় এমন জটিলতা তৈরি হওয়ায় হতাশ মোহামেডান কোচ।

আরও পড়ুন:

মোহামেডামের কোচ আরও বলেন, ‘বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য একমাত্র বসুন্ধরারই একটি স্টেডিয়াম আছে। ওইভাবে তারা ট্রেনিং করে। আমরা শিখব কার থেকে, আরও ক্লাব আছে এগুলো নিয়ম শৃঙ্খলা শিখবে কার থেকে। আমরা বসুন্ধরার থেকেই তো শিখতে চাই। এমন মানসিকতা দেখালে তো ফুটবলের উন্নয়নের জায়গা থাকে না।’

ম্যাচের আগে এ ঘটনার প্রভাব সরাসরি পড়তে পারে দলীয় মনোবলে। তবে মোহামেডান অধিনায়ক জানালেন খেলা দিয়েই জবাব জিতে চান তিনি।

মোহামেডাম অধিনায়ক মেহেদী হাসান মিঠু বলেন, ‘ওদের মাঠে প্র্যাকটিস করা হয়েছিলো আমাদের। আমাদের তারা মাঠ দিবে না। ওরা হয়তো কোনো প্ল্যান করেছে। আমরা চাচ্ছি আমরা মাঠে প্রমাণ করবো ওদের মাঠে প্র্যাকটিস করেও আমরা জিততে পারি।’

ঘরোয়া ফুটবলে মাঠ-সুবিধা নিয়ে বিতর্ক নতুন না হলেও, বড় ক্লাবগুলোর ক্ষেত্রে এমন পরিস্থিতি প্রতিযোগিতার স্বচ্ছতাকেও প্রশ্নের মুখে ফেলে। বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন না পাওয়া এটা কি কেবল ভুল বোঝাবুঝি, নাকি গভীর কোনো সমস্যার ইঙ্গিত?

এফএস