দিন দিন ক্লাব ফুটবলে বাড়ছে অর্থের বিনিয়োগ। খেলোয়াড়দের বেচাকেনায় মোটা অঙ্কের টাকা ঢালছে ইংল্যান্ড ও সৌদি ক্লাবগুলো। যার প্রভাব পড়েছে সবশেষ ট্রান্সফার উইন্ডোতেও।
ফিফার প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে ক্লাবগুলোর মোট খরচের চেয়ে এবার ৫৮ শতাংশ বেশি হয়েছে। আর আগের রেকর্ডটি হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে, ১৫৭ কোটি ডলার। এবার বেড়েছে ৪৭.১ শতাংশ।
গত ১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মোট ৫ হাজার ৮৬৩ জন খেলোয়াড়ের দলবদল হয়েছে। জানুয়ারির দলবদলের হিসেবে এটা নতুন রেকর্ড যা গেল বছরের চেয়ে ১৯.১ শতাংশ বেশি।
আন্তর্জাতিক খেলোয়াড় কেনাবেচায় এই উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো, ৬২ কোটি ১৬ লাখ ডলার। এর মধ্যে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি একাই খরচ করেছে ২২ কোটি ৪০ লাখ ডলার।
অবশ্য একজন খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচ করেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। অ্যাস্টন ভিলা থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরানকে প্রায় ৮ কোটি ডলারে দলে টেনেছে সৌদি প্রো লিগের দলটি।
খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে ফ্রান্সের ক্লাবগুলো, ৩৭ কোটি ১০ লাখ ডলার। জার্মান ক্লাবগুলো খরচ করেছে ৩০ কোটি ডলারের উপরে।
পর্তুগিজ ক্লাবগুলো আয় করেছে প্রায় ১৬ কোটি ডলার। এছাড়া যুক্ররাষ্ট্রের দলগুলো খরচ করেছে ১৪.৫ কোটি ডলার।
নারী ফুটবলেও এবারের দলবদলে পুরোনো রেকর্ড ভেঙে গেছে। দলবদল হয়েছে মোট ৪৫৫ জন খেলোয়াড়ের।
ক্লাবগুলো এবার মোট খরচ করেছে ৫৮ লাখ ডলার, আগের রেকর্ড খরচের চেয়ে ১৮০.৬ শতাংশ বেশি।