কোপা দেল রে'তে বড় জয় রিয়ালের

0

কোপা দেল রে'তে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচে জোড়া গোল করেছেন আর্দা গিলের। ভালভার্দে, কামাভিঙ্গা ও লুকা মদ্রিচ করেছেন একটি করে গোল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় স্প্যানিশ জায়ান্টরা। এর ফলও পায় দ্রুত। পাঁচ মিনিটেই এগিয়ে যায় রিয়াল।

এরপর প্রথমার্ধ্বে আরও দু'টি গোল পায় ইউরোপের সফলতম ক্লাবটি। দ্বিতীয়ার্ধ্বেও তাদের দুই গোলের বিপরীতে কোনো প্রতিরোধ গড়তে ব্যর্থ দেপোর্তিভা মিনেরা। যে কারণে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এসএস