প্রত্যন্ত গ্রাম থেকে বাফুফে ভবন। সেখান থেকে নেপালের দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ে ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের জয়োল্লাস। সব অসম্ভবকে সম্ভব করেছেন ঋতুপর্ণা, সানজিদা, তহুরা, সিনিয়র ও জুনিয়র শামসুন্নাহাররা।
তবে একসময় এই নারী ফুটবলারদের চিনতেন না কেউই। তা সম্ভব হয়েছে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট এর মাধ্যমে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার প্রতিযোগিতা থাকলেও থাকছে না আর পুরোনো সেই নাম। নতুন নামে প্রতিযোগিতা শুরু হবে আগামী বছরের শুরুতে। এই তথ্য জানালেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
গেলো আসরের একই বাজেট থাকছে এবারের আসন্ন প্রতিযোগিতাও। তবে বাতিল করা হয়েছে ম্যানেজিং কমিটি। এ টুর্নামেন্টের আসন্ন আসরের বাজেট ধরা হয়েছে পাঁচ থেকে ছয় কোটি টাকা।
আসন্ন বছর শুরু হওয়া আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মার্চ এপ্রিলের মধ্যে এমনই জানিয়েছেন ফরিদ আহাম্মদ।