আজ (বুধবার, ৩০ অক্টোবর) নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশের নারী ফুটবল দল। আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকায় ফিরবে সাফজয়ী নারী দল।
এর আগে বিকেলে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ-নেপাল দু'দলই একে অন্যের সীমানায় মুহুর্মুহু আক্রমণ করেছে। তবে ধরা দেয়নি সাফল্য। অবশ্য গোল করার প্রথম সুযোগটা বাংলাদেশই পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি তহুরা খাতুনরা। আর নেপালের ভাগ্য আটকে যায় ক্রসবারে।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দশরথে স্টেডিয়ামের ১৫ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে মনিকা চাকমার গোলে ১-০তে লিড নেয় বাংলাদেশ। তবে চার মিনিটের ব্যবধানেই আমিশা কারকির গোলে সমতা ফেরায় নেপাল। কিন্তু দমে যায়নি বাংলাদেশ। ৬৮ মিনিটে মারিয়া মান্ডার দূরপাল্লার শট কিংবা ৭৮ মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে শামসুন্নাহার জুনিয়রের সহজ সুযোগ মিস। গোলের দেখা না পেলেও অব্যাহত থাকে সাবিনাদের আক্রমণ। অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৮১ মিনিটে ঋতুপর্নার ম্যাচ উইনিং গোলে শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশ।
আগামীকাল বিকেল ৫টায় ক্রীড়া উপদেষ্টার সাঙ্গে সাক্ষাৎ করবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী দলের সদস্যরা।
প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার পাশাপাশি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।