ম্যাচের ১৯তম মিনিটে দলকে প্রথম লিড এনে দেন মেসি। আর ৪৩ মিনিটে তার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন মার্টিনেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন হুলিয়ান আলভারেজ।
দ্বিতীয়ার্ধ্বের ৬৯ মিনিটে আলমান্ডার গোলে বড় ব্যবধানে জয়ের সুভাস পেতে থাকে স্ক্যালোনির দল। ৮৪ আর ৮৬ মিনিটে গোল করে সেটা বাস্তবে রূপ দেন লিওনেল মেসি।
এদিকে, পেরুকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে ৩৮ ও ৫৪ মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন রাফিনিয়া। ৭১ মিনিটে পেরাইরা আর ৭৪ মিনিটে জয়সূচক গোলটি করেন হেনরিক।