ফুটবল
এখন মাঠে
0

আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন না সাবেক ফুটবলাররা

দামি খেলোয়াড় আছে ইংল্যান্ড দলে। তারপরও ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের চেয়ে স্পেনকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ফুটবলাররা। আলফাজ-নকিবরা বলছেন, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় স্প্যানিশদের শিরোপা জেতার সম্ভাবনা বেশি। একই কারণে কোপা আমেরিকার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন না সাবেকরা।

এ মুহূর্তে বাজারদর বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি দল ইংল্যান্ড। হ্যারি কেইন, বুকায়ো সাকা, ফিল ফোডেনদের মতো তারকার ছড়াছড়ি দলটিতে। তারপরও এবারের ইউরোতে ফাইনাল পর্যন্ত আসতে কাঠখড় পোহাতে হয়েছে। শুধু কি তাই? ইংল্যান্ড কোচকে প্রায় প্রতিটি ম্যাচেই শুনতে হয়েছে সমালোচনা। যদিও দলকে শিরোপার মঞ্চে নিয়ে সেটার জবাব দিয়েছেন ইংলিশ কোচ।

সমালোচনার বড় কারণ, গ্রুপপর্বে কেইনরা জিততে পেরেছে মাত্র একটি ম্যাচ। অন্যদিকে ইউরোর মুকুটের আরেক দাবিদার স্পেন টানা তিন ম্যাচ জিতে প্রথম পর্ব পার হয়েছে। তাছাড়া নক আউট পর্বেও দাপট দেখিয়েছেন ইয়ামাল-মোরাটারা। ইউরোর ফাইনালে তাই বাংলাদেশের সাবেকদের চোখে এগিয়ে দলটি।

ইমতিয়াজ আহমেদ নকিব বলেন, 'ইউরোতে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভবনা বেশি। ইংল্যান্ড ভালো খেলবে তবে স্পেন এগিয়ে থাকবে।'

আলফাজ আহমেদ বলেন, 'স্পেনের প্রতিটা খেলায় ছন্দ ছিল। তারা পাসিং ফুটবলটা খুব ভালো খেলেছে। সেদিক থেকে স্পেন এগিয়ে থাকবে।'

ইউরোর শিরোপা নির্ধারণের কয়েক ঘণ্টা পরই শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে কলম্বিয়া। আসরজুড়ে দু'দলই অপরাজিত। তবে গ্রুপপর্বে একটি ম্যাচে জয়বঞ্চিত ছিল কলম্বিয়ানরা। তারপরও আলফাজ-নকিবরা এগিয়ে রাখলেন রদ্রিগেজদের। জানালেন মেসিদের পিছিয়ে রাখার কারণও ।

নকিব আরও বলেন, 'কোপা আমেরিকায় আর্জেন্টিনা সব ম্যাচ জিতেছে। তবে আমার মনে হয় কলম্বিয়ার সুযোগ বেশি। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও কলম্বিয়া চ্যাম্পিয়ন হবে।'

আলফাজ বলেন, 'প্রতিটা জায়গায় কলম্বিয়ার ফুটবলাররা খুব দ্রুত ফুটবল খেলেছে। আর্জেন্টিনা সে তুলনায় কিছুটা পিছিয়ে থাকবে। তাই কলম্বিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।'

ইউরোর ফাইনাল শুরু রোববার রাত ১টায়। আর সোমবার ভোর ৬টায় মাঠে গড়াবে কোপা আমেরিকার শিরোপার লড়াই।