দেড় লাখ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে নারী বিশ্বকাপ ফাইনালের টিকিট। ভিআইপি সেকশনে কিছু টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫১৮ টাকায়। আজ (রোববার, ২ নভেম্বর) স্থানীয় সময় বেলা তিনটায় মুম্বাইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল ফাইনালে ওঠায় টিকিট নিয়ে এক প্রকার কাড়াকাড়ি চলছে।
ফাইনালের টিকিটের জন্য ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হয়েছে লম্বা ভিড়। কাউন্টারের সামনে লম্বা লাইনে দর্শকরা অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা।
অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে টিকিট বিক্রি। অতিরিক্ত চাহিদার কারণে টিকিটের দামও বেড়ে চলেছে। নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম দেড় লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে।