ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে অ্যারেনা সাবালেঙ্কা

অ্যারেনা সাবালেঙ্কা
অ্যারেনা সাবালেঙ্কা | ছবি: সংগৃহীত
0

ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে উঠেছেন অ্যারেনা সাবালেঙ্কা। সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন বিশ্বের এক নম্বর এ টেনিস তারকা। মুচোভার বিপক্ষে আগের ৩ ম্যাচে হেরেছিলেন সাবালেঙ্কা।

তবে কুইন্সল্যান্ডে এদিন বেলারুশিয়ান তারকার সামনে দাঁড়াতেই পারেননি ২০২৩ ফরাসি ওপেনের রানার্স আপ মুচোভা। বেশ কিছু ম্যাচ পয়েন্ট হাতছাড়া করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই সাবালেঙ্কা কোর্ট ছাড়েন। এর মাধ্যমে টানা তৃতীয়বার ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে উঠলেন তিনি।

আরও পড়ুন:

শিরোপার লড়াইয়ে তার প্রতিপক্ষ মার্তা কোস্তিউক। আগামী রোববার এ ফাইনালের পর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামবেন সাবালেঙ্কা। ১৮ জানুয়ারি শুর হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হবে।

এএইচ