ফুটবল
এখন মাঠে
0

কোপা আমেরিকায় প্রথম জয় ব্রাজিলের

কোপা আমেরিকার চলতি আসরে প্রথম জয় পেলো ব্রাজিল। প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার আশাও বাঁচিয়ে রাখলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগের ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূণ্য ড্র করায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে থেকে কিছুটা চাপে ছিল সেলেসাওরা। এরপরও নিজেদের গুছিয়ে নিয়ে একের পর এক আক্রমণে পরও খুব দ্রুত সাফল্য আসেনি দলটির।

গোল উৎসবে মাততে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে হওয়া গোলে এগিয়ে যায় ব্রাজিল। দশ মিনিটের ব্যবধানে জিরোনার ফরোয়ার্ড স্যাভিও গোল করায় ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির আগে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করে উৎসবের উপলক্ষ্য এনে দেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস।

গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও লড়াই এবং বল দখলে বেশ ভালো অবস্থানে ছিল প্রতিপক্ষ প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধ্বের শুরুতে এক গোল শোধ করে কিছুটা দলের প্রাণ সঞ্চার করেন ওমার আলদেরেতে। ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলের চতুর্থ গোলটি করেন পাকুয়েটা।

৮১ মিনিটে প্যারাগুয়ের ফুটবলার আন্দ্রে কিউবাস ফাউল করায় দেখেন লাল কার্ড। শেষ পর্যন্ত একজন কম নিয়ে ব্রাজিলের কৌশলের সামনে হার মানতে হয় প্যারাগুয়েকে।

এসএস