ম্যাচের শুরু থেকেই বারবার আক্রমণে কানাডার রক্ষণভাগ কোণঠাসা করে রাখে মেসি, দি মারিয়ারা। এর মধ্যে বেশ কয়েকবার সহজ সুযোগও মিস করে আর্জেন্টাইন ফরোয়ার্ডরা।
প্রথমার্ধে কোন গোল না হলে সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ধার বাড়ায় স্কালোনির শিষ্যরা। এরই ফলে ম্যাচের ৪৯ মিনিটে গোলও পেয়ে যায় দলটি।
মেসির বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়ে যায় ম্যাক অ্যালিস্টার। সেখান থেকে আলভারেজকে দিলে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দিন তিনি। যদিও লিড দ্বিগুণ করার সুযোগ ছিল মেসির সামনে।
গোল কিপারকে একা পেয়েও একাধিক বার বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন মেসি। তবে বদলি হিসেবে নেমে ঠিক গোল আদায় করে নিয়েছেন মার্তিনেজ।
মেসির সরাসরি পাস থেকে ৮৮ মিনিট গোল করেন লাওতারো। এ ম্যাচের মধ্য দিয়ে টানা ৭ আসরে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন এলএমটেন। শুধু তাই না কোপা সর্বোচ্চ ৩৫ টি ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির।