জয় দিয়েই কোপা আমেরিকার আসর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আলবিসিলেস্তারা। দলের হয়ে একটি করে গোলে করেন হুলিয়ার আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।