ফুটবল
এখন মাঠে
0

ত্রিশোর্ধ্ব তালিকায় সেরা গোলদাতা কেইন

বয়স বাড়লেও কমেনি নৈপূণ্য। এই তালিকায় সবার উপরে ইংলিশ ফুটবল তারকা হ্যারি কেইন। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এরইমধ্যে করেছেন ৪৪ গোল। এরপরই আছেন এমেরিক আবামায়েং। সম্প্রতি ছন্দ হারালেও মৌসুমের শুরুতে দাপট দেখানো সালাহ'র অবস্থান তিনে।

দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ফুটবলে নেই বিশ্বের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একজন যুক্তরাষ্ট্রে মেজর লিগে মায়ামির হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন, আর একজন সৌদির প্রো লিগ মাতাচ্ছেন।

মেসি, রোনালদোর অনুপস্থিতেও জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েনি ইউরোপীয় ফুটবলে। যেখানে এখনও বুড়োদের ঝলক দেখছেন ভক্তরা। গেল গ্রীষ্মে টটেনহ্যাম ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জামিয়েছেন হ্যারি কেইন। যেখান একের পর এক রেকর্ডে ভাগ বসাচ্ছেন তিনি। গোল করেছেন ৪৪টি। গোল্ডেন বুটের দৌড়েও সবার আগে কেইন। তবে টটেনহ্যামের মতো এই মৌসুমেও শিরোপাহীন থাকতে হচ্ছে ইংলিশ অধিনায়ককে।

কেইনের পরই বুড়োদের গোলের তালিকায় আছেন আবামায়েং। আর্সেনাল, বার্সার মতো দলে খেলা এই ফুটবলার বর্তমানে খেলছেন মার্শেইয়ের হয়ে। এ পর্যন্ত দলটির হয়ে করেছেন ২৭ গোল। যদিও ৩৪ বছর বয়সী এই ফুটবলারের ক্লাব পয়েন্ট টেবিলের ৯ এ অবস্থান করছে।

মৌসুমে দুর্দান্ত শুরু করেন মোহাম্মাদ সালাহ। ৩১ বছরের এই ফুটবলের পা থেকে এসেছে ২৪ গোল। যদিও শেষদিকে ছন্দ ধরে রাখতে পারেননি। যার প্রভাব পরেছে লিভারপুলেও। ইপিএলের দৌড়ে টিকে থাকা অলরেডরা শেষদিকে একাধিক হারে শিরোপা থেকে ছিটকে গেছে।

বায়ার্নের হয়ে ঝলক দেখানো লেভানডফস্কি খুব একটা সুবিধা করতে পারেনি বার্সার হয়ে। এরপরও চলতি মৌসুমে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ২২। যদিও বার্সা এরই মধ্যে সবধরণের প্রতিযোগিতা ছিটকে গেছে। ফলে, পলিশ এই স্ট্রাইকারকেও থাকতে হচ্ছে শিরোপাহীন।

এছাড়া ত্রিশোর্ধ্ব গ্রীজম্যান লুকাকু, মোরাতারাও চলতি মৌসুমে ২০ টি করে গোল করেছেন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর