ফুটবল বিশ্বে পরবর্তী জায়ান্ট হতে কাড়ি কাড়ি অর্থ বিনিয়োগ করছে সৌদি আরব। আর এমন পরিকল্পনায় এগিয়ে যেতে দেশটির বড় বড় প্রতিষ্ঠানও বদ্ধ পরিকর।
মধ্যপ্রাচ্যের দেশটি আয়োজন করতে চায় গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। লক্ষ্যটা ২০৩৪ সাল। কারণ মাঝের দুই বিশ্বকাপের আয়োজক দেশ আগেই নির্ধারিত হয়ে আছে।
সেই লক্ষেই কাজ করছে সৌদি সরকার। তাই তো সবার আগে দেশটির ঘরোয়া ফুটবলের কাঠামোই বদলে দেওয়া হয়েছে। আনা হয়েছে রোনালদো, বেনজেমা, নেইমারদের মতো বড় বড় তারকা ফুটবলারদের।
এবার দেশটি যুক্ত হয়ে গেলো ফিফার সাথেও। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আগামী চার বছর পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে সৌদি আরবের তেল কোম্পানি আরামকো।
প্রতিষ্ঠানটির ক্রীড়া জগতে অর্থ দেওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ফর্মুলা ওয়ান, হ্যাভিওয়েট বক্সিং, এমনটি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও পৃষ্ঠপোষকতা করেছে তেল কোম্পানিটি।
ফিফার সঙ্গে কত অর্থের বিনিময়ে যুক্ত হয়েছে আরামকো তার সঠিক তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে টাকার অংকে যা ছাড়াতে পারে ১০০ কোটিরও বেশি।
ফিফার পক্ষ থেকে বলা হচ্ছে এতো বড় প্রতিষ্ঠান ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ায় খেলার মান আরও অনেক বেড়ে যাবে। অতীতে প্রতিষ্ঠানটির খেলাধুলার প্রতি আগ্রহের বিষয়টি তাই প্রমাণ করে।
গেলো বছরের এক রিপোর্টে জানা যায় সৌদি আরবের খেলাধুলার মান উন্নয়নে ২১টি ভিন্ন ভিন্ন স্পোর্টসের সাথে ৩১২টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে মধ্য প্রাচ্যের দেশটি।