খেলার ২১ মিনিটে ইলডিজের গোলে ১-০ গোলে লিড পায় য়্যুভেন্টাস। লিড ধরে রেখে বিরতিতে যায় ওল্ড লেডিরা।
দ্বিতীয়ার্ধ্বে আক্রমণ পাল্টা আক্রমনে চলে থাকে খেলা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন পুলিসিক। ৭৫ মিনিটে পালটা আক্রমণে ইয়ুনুস মুসার বাড়ানো বলে য়ুভেন্টাস ডিফেন্ডার গাত্তির পায়ে লেগে বল চলে যায় জালে।
২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে য়ুভেন্টাস। এই জয়ে কোপা ইতালিয়ায় মিলান ডার্বির ফাইনালের অপেক্ষায় সমর্থকরা।