প্রবাস
0

সৌদির বিভিন্ন পর্যটন শহরে বাড়ছে দর্শনাথীদের ভিড়

ওমরাহ পালনে তিন মাস পর্যন্ত ভিসা দেয়ায় সৌদি আরবে বিভিন্ন পর্যটন শহরে বাড়ছে দর্শনাথীদের আনাগোনা। নতুন বছরের শুরুতে ওমরা পালনের পাশাপাশি মক্কা-মদিনা ছাড়াও পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন মুসল্লিরা। জমজমাট পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য।

নতুন বছরের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসল্লিদের ভিড় বেড়েছে সৌদি আরবে। ওমরাহ পালন শেষে মক্কা-মদিনা ছাড়াও দেশটির বিভিন্ন পর্যটন নগরী ঘুরে বেড়াচ্ছেন মুসুল্লিরা।

সৌদির বাইরের মুসল্লিদের ওমরাহ পালনে তিন মাস পর্যন্ত ভিসার মেয়াদ দেয়ায় পর্যটন শহরগুলোতে বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা।

জেদ্দায় আরব সাগরের পাশাপাশি বাণিজ্যিক শহরগুলোতেও পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন ওমরাহ পালনকারীরা। আরব সাগর পাড়ে ঘুরতে যেয়ে বাংলাদেশের কক্সবাজারের নান্দনিকতার তুলনা করছেন অনেকে।

বিশ্বের সব দেশের নাগরিকদের আকৃষ্ট করতে সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা বাড়ানোসহ সব দিকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব সরকার। তাই দিনের পাশাপাশি রাতেও ঘুরতে দেখা যায় ভ্রমণপিপাসুদের।

এ অবস্থায় মক্কা-মদিনা, রিয়াদ, জেদ্দা, তায়েফ, চাবুক, বুরাইদা, দাম্মামসহ সব প্রাদেশিক অঞ্চলের পর্যটকেন্দ্রগুলোর হোটেল-রেস্তোঁরার ব্যবসা-বাণিজ্যও জমে উঠেছে।

একটা সময় ওমরাহ পালনে গিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ না থাকলেও ভিশন টুয়েন্টি-থার্টি বাস্তবায়নে সৌদি সরকারের বাড়তি সুযোগ-সুবিধায় মরুর দেশটিতে আনাগোনা বাড়ছে পর্যটকদের। এছাড়া দেশটির পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে আকর্ষণীয় করতে কাজ করে যাচ্ছে সৌদি আরব সরকার।

এএম