ফুটবল
এখন মাঠে
জমে উঠেছে ইউরোপিয়ান লিগগুলো
জমে উঠেছে ইউরোপিয়ান লিগের শিরোপার লড়াই। কোন লিগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কোন ক্লাব এগিয়ে? কোন দলের পয়েন্ট টেবিলের অবস্থান কি?

একেবারই শেষের পথে ইউরোপিয়ান লিগের চলতি মৌসুম। এরইমধ্যে অনেক ক্লাবই পাচ্ছে শিরোপা জয়ের সুভাস। তবে, বুন্দেস লিগায় চমক দিয়েছে বায়ার লিভারকুসেন। লিগে মাত্র একটি ম্যাচ জিতলেই বায়ার্ন মিউনিখের এক যুগের রাজত্ব দখল করবে লেভারকুসেন।

ইতালিয়ান লিগ সিরি-আয় সুবিধাজনক অবস্থানে আছে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের সাথে এক ম্যাচ কম খেলেই ১১ পয়েন্ট ব্যবধান দলটির। ছন্দে থাকা ইন্টার এখন থেকে মাত্র ৪ ম্যাচ জিতলেই শিরোপা নিজেদের করে নিতে পারবে।

আসরের শুরু থেকেই ফরাসি লিগে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু মাঝপথে হঠাৎই ছন্দ হারায় এমবাপ্পে, দেম্বেলেরা। এমনকি সবশেষ ৬ ম্যাচের ৪টিতেই সমতা নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে শিরোপা নিশ্চিত করতে দলটির অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত।

লা-লিগায় পরিস্থিতি অনেকটাই আগের মতো। ৩০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জিরোনা যথাক্রমে পয়েন্ট টেবিলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কোনো রকম বড় অঘটন না ঘটলে লস ব্লাঙ্কদের হাতেই উঠতে যাচ্ছে লা-লিগার মুকুট।

চলতি মৌসুমে সবচেয়ে উত্তেজনা ছড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রতি সপ্তাহেই পাল্টাচ্ছে পয়েন্ট টেবিলের উপরের দৃশ্যপট। শীর্ষে থাকা আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট সমান। আর তিনে থাকা ম্যান সিটির সাথে এই দু'দলের ব্যবধার মাত্র এক পয়েন্টের। ফলে চ্যাম্পিয়ন দলটিকে পেতে হলে একপ্রকার শেষ পর্যন্তই অপেক্ষা করতে হবে ফুটবল অনুরাগীদের।

এমএসআরএস