ফুটবল
এখন মাঠে
0

রেকর্ড টানা চতুর্থ শিরোপা জয়ের অপেক্ষা সিটিজেনদের

১২৭ কোটি ইউরোতে সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে মৌসুম শুরু করা ম্যান সিটির টানা চতুর্থ শিরোপা জয়ের অপেক্ষা। টটেনহামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা থেকে মাত্র এক ধাপ পিছিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রিমিয়ার লিগে ৮৮ পয়েন্টে আর্সেনালকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে সিটিজেনরা।

গেলো মৌসুমে আর্সেনাল-ম্যান সিটির ইঁদুর বিড়াল লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। তবে ট্রফি জয়ে শেষ হাসিটা হেসেছিল পেপ গার্দিওলা। আবারও নতুন মৌসুম শুরু হয়ে শেষের দিকে একই হিসাব নিকাশে দুই দল। এবার ভাগ্যদেবী সহায় হবেন কার?

টটেনহামকে ২-০ ব্যবধানে হারিয়ে আর্সেনালের শীর্ষের গদি ছিনিয়ে নিয়েছে ম্যান সিটি। মৌসুমে আর্সেনাল-সিটির বাকি মাত্র এক ম্যাচ। পয়েন্ট টেবিলে দুই দলের ব্যবধান দুইয়ে গিয়ে দাঁড়িয়েছে। ১৯ মে একই দিনে ভিন্ন ভিন্ন মাঠে দুই লড়াই। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতলেই ট্রফি ম্যান সিটির। তবে আর্সেনালের হিসেবটা একটু জটিল। নিচের সারির দল এভারটনের বিপক্ষে শুধু জিতলেই হবে না সিটিজেনদের হারার খবরও নিশ্চিত করতে হবে ট্রফি ছুঁতে।

এবার চ্যাম্পিয়ন হলে টানা চতুর্থ শিরোপা জয়ের উল্লাসে মাতবেন হল্যান্ড, নুনেসরা। এর আগে ম্যানসিটিসহ হ্যাটট্রিক জয়ের রেকর্ড আছে হাদার্সফিল্ড টাউন, আর্সেনাল, লিভারপুলের। ম্যান ইউর আছে দুবার হ্যাটট্রিক জয়। তবে লিগ ইতিহাসে টানা চতুর্থ শিরোপার রেকর্ড এবারই প্রথম দেখতে পারেন সমর্থকরা। সেটাও আবার গার্দিওলার কোচিংয়ে।

চলতি মৌসুমে মাঝে ট্রান্সফার মার্কেটের খেলোয়াড়দের বাজারমূল্য যাচাইয়ে দেখা যায় কাঁড়ি কাঁড়ি অর্থ খরচে সবচেয়ে দামি স্কোয়াড ম্যান সিটির। ১২৭ কোটি ইউরোর দলে বর্তমান মার্কেট মূল্যের দিক দিয়ে দলের দামী খেলোয়াড় আর্লিং হল্যান্ড, ফিল ফোডেন রদ্রিগোরাই ভরসা কোচের। গোলের দিকে তাদের সঙ্গে জুলিয়ান আলভারেজ আছেন এই তালিকায়। ফুটবল দুনিয়া কাঁপানো খেলোয়াড় আর সেরা কোচের পরিকল্পনায় আবারও শিরোপা উদযাপনের আয়োজনের অপেক্ষায় লন্ডনের ক্লাব ম্যানচেস্টার সিটি।

এসএস