ফুটবল
এখন মাঠে
এশিয়া সফরে আসছে মেসির আর্জেন্টিনা
মার্চে নাইজেরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এশিয়ায় আসবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল।

এশিয়া, ইউরোপ কিংবা লাতিন যে অঞ্চলেই হোক না কেন, বিশ্বের সব প্রান্তেই মেসি, ডি মারিয়াদের মাঠের লড়াই দেখতে মুখিয়ে থাকে কোটি ভক্ত। ২০২৩ সালের নভেম্বরে সবশেষ মাঠে নামে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলেছিল মেসির দল। সেবার উরুগুয়ের বিপক্ষে হারলেও ব্রাজিলকে ১-০ তে পরাজিত করেছিল স্কালোনির শিষ্যরা।

তিনমাস পর আবারও মাঠে নামতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মার্চে এশিয়ায় আসবে মেসি ও তার দল। খেলবে দু'টি আর্ন্তজাতিক ম্যাচ। চীনের হাংজুতে ১৮ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে লড়বে আলবেসিলেস্তারা। আর ২৬ মার্চ বেইজিংয়ে দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের মুখোমখি হবে বিশ্বসেরারা।

২০২১ সালে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপরের বছরই বিশ্বকাপের মুকুট অর্জন করে দেশটি। চলতি বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে আবারও বসতে যাচ্ছে কোপার আসর, যাকে সামনে রেখে এটাই হবে মেসিদের সবশেষ প্রস্তুতি। যেখানে আর্জেন্টাইন বস স্কালোনি আরও একবার তার ছাত্রদের পরখ করে দেখার সুযোগ পাবেন।

কোপা জয়ের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা দল। এমনকি বিশ্বকাপের পর সবশেষ দশ ম্যাচের মাত্র একটিতে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এখন লক্ষ্য কোপার শিরোপা ধরে রাখা।

এমএসআরএস